Visit Our Educational Blog

Visit Our Educational Blog
A WAY TO LEARN & IMPROVE YOUR SKILLS ONLINE

Tuesday, May 8, 2018

করাপশন বা দুর্নীতির কুফল


"করাপশন" কথাটির সঙ্গে আমরা সবাই পরিচিত, কারণ আমাদের দেশে এটি নতুন কোনো সমস্যা নয়।  কথাটি মানুষের মনে গভীরভাবে শিকড় গেড়েছে। সেই প্রাচীনকাল থেকেই আমাদের সমাজে এটি একটি খুব সাধারণ দুষ্ট ক্ষত। "সুলতান - মুঘল আমল" থেকেই এর প্রকোপ আমরা দেখয়ে পেয়েছি। এখন এটি একটি নতুন মাত্রায় পৌঁছেছে। বর্তমানে মানুষের মনকে বা সত্ত্বাকে এটি খুব বেশী মাত্রায় আক্রমণ করেছে এবং এটি এতই একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে দুষ্ট মানুষেরা আজ জনসাধারণের জীবন নিয়ে খেলছে।। এটা এক ধরনের লোভ যা মানুষের মনুষ্যত্বকে ও স্বাভাবিকতাকে ধ্বংস করে ফেলছে।

"করাপশন" বলতে দুর্নীতি, অসাধুতা, ভ্রষ্টাচার, নৈতিক অধঃপতন, ক্ষয়, পচন, বিকার বা বিচ্যুতি যাই বলিনা কেন ; এটি বিভিন্ন ধরনের।  এটি ছড়িয়ে পড়েছে শিক্ষায়, খেলায়, রাজনীতিতে সর্বত্র।  এই বিচ্যুতির ফলে কর্মক্ষেত্রে একজন নর বা নারী তার দায়িত্ব সম্বন্ধে সঠিক উপলব্ধি পায়না বা সম্যকভাবে সচেতন থাকে না। চৌর্য্যব্রত্তি, অসাধুতা ও জাতীয় সম্পদের অপচয়, সময়ের অনর্থক অপচয়, শোষণ, প্রতারণা, অপবাদ, দায়িত্বের বা ক্ষমতার অপব্যবহার ইত্যাদি "করাপশনের" বিভিন্ন দিক। উন্নয়নশীল ও উন্নত সব দেশেই এই এর শিকড় গেড়েছে।


আমাদের দেশ ভারতবর্ষ এক ধরনের জীবনযাত্রা আজ গ্রহণ করেছে। এখানে এখন কেবলমাত্র টাকা বা ঘুষ দিলেই যে কোন কিছুই করা সম্ভবতঃ সম্ভব। আমাদের দেশে দুর্নীতি বা করাপশন এখন সর্বত্র এবং একে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভারতবর্ষে অপরাধ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর ফল দুঃস্থ মানুষদের জীবনকে বিপন্ন করছে।

পুলিশের দুর্নীতি শুধু ভারতবর্ষেই নয়, অন্য দেশগুলোতেও দেখা যাচ্ছে। এটা এখন বিশ্বজুড়ে একটি বিষয় হয়ে উঠেছে। একটি দেশ ও দুর্নীতিমুক্ত নয়।

দুর্নীতির যে কুফল তার প্রভাব থেকে আমাদের সমাজ ও দেশকে দূষণমুক্ত করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। প্রত্যেকটি দেশেই যে নিয়ম ও নিয়ন্ত্রণ মেনে চলা হয় তার প্রতি আমাদের সৎ থাকতে হবে। সমস্ত দেশকে ভ্রষ্টাচার মুক্ত করা আমাদের কর্তব্য।

প্রার্থনা করি, দেশ ভ্রষ্টাচার ও দূষণমুক্ত হোক!
Sannistha Das




যেকোনো রকম প্রশ্ন থাকলে আমাদের জানাতে দ্বিধা করবেন না। আমরা সর্বদা আপনাদের সহায়তায় সচেষ্ট।
আপনাদের মূল্যবান মতামত ও প্রতিক্রিয়া জানাতে নিচে রিপ্লাই বক্সে কম্মেন্ট করুন।
সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী পোস্ট প্রকাশিত হলে আপডেট পাওয়ার জন্য। ফলো এবং লাইক করুন আমাদের সোশ্যাল মিডিয়ায় , যুক্ত হন আমাদের facebook গ্রুপে। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী পোস্ট নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের সামনে। ধন্যবাদ।
Please don’t hesitate to ask any question to let us know more about your requirements. We are always there to assist you to make you perform better.

Please comment in the comment box below or give us your valuable feedback.

Subscribe us to get updated & follow us on social media, join our Facebook group. Don’t forget to share with your friends. We will be coming soon with our next post. Thank you.

 Visit Us

No comments:

Post a Comment